Top Wedding Planners In Kolkata—–বাড়িতে একটা বিয়ে লাগলে সেটা একটা ভীষম রকম আনন্দের ব্যাপার হয়ে দারায়,Iশুধু যাদের বিয়ে হচ্ছে কেবলমাত্র তাদের পরিবারই শুধু নয় আত্মীয়স্বজন,বন্ধুবান্ধব সবার উপস্তিতি,হৈহুল্লোড় এসব নিয়ে বিয়ের অনুষ্ঠান একটা উৎসবের চেহারা নেয়,কিন্তু সময় এবং লোকবলের অভাবে এতবড় অনুষ্ঠান আয়োজন করতে অনেকেরই সমস্যা হয় Iএকটা বিয়ের অনুষ্ঠান মানে বাড়ি বা হল ভাড়া করা,বিয়ের কার্ড ছাপানো,ডেকোরেশন,ভালো পুরোহিত এর খোঁজ করা,ভালো ক্যাটারিং কোম্পানি খোঁজ করা,ভিডিও ফটোগ্রাফার,ষ্টীল ফটোগ্রাফার ,ব্রাইডাল মেকআপ এর জন্য বিউটিসিয়ান ,তত্ত্ব সাজানোর লোক ঠিক করা,গাড়ি ভাড়া করা,বিয়ের দিন ফাইফরমাশ খাটবে এমন চাকর এর ব্যবস্থা করা,সিকিউরিটির বন্দবস্ত করা ——–কম ঝামেলা I এছাড়া কেনাকাটা তো রয়েছেই Iএরপর যদি আবার বাজেট কম থাকে তাহলে তো কথাই নেই, যুগ বদলেছে ,আপনার সম্পূর্ণ বিয়ের অনুষ্ঠানের দায়িত্ব দিন Wedding Event Management Company কে,যারা একটা নিদির্ষ্ট টাকা নিয়ে আপনার পুরো বিয়ের অনুষ্ঠান টি সুসম্পূর্ণ করে দেবে,কি ভাবছেন ? এতে আপনার টাকা বেশি খরচ হবে ? না একেবারেই তা নয় ,উল্টে অনেক কম খরচে আপনার সম্পূর্ণ অনুষ্ঠানটা কোনোরকম ঝুটঝামেলা ছাড়াই নেমে যাবে.আর আপনি নিতে পারবেন সম্পূর্ণ অনুষ্ঠান এর আনন্দ Iএ প্রসংগে Kolkata's Best Bengali Wedding Event Management Company কথা বলবো ,যাদের নাম Weddingbell Associates , এরা কালীঘাট এ কালী মন্দিরে বিয়ের আয়োজন করে,যারা ছোট করে একটা অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের অনুষ্ঠানটি সেরে নিতে চাইছেন তাদের জন্য এদের কাছে পাবেন বিভিন্ন প্যাকেজ I যদি আপনার বাজেট একটু বেশি থাকে আর একটা ধামাকা ইভেন্ট নামাতে চাইছেন,যোগাযোগ করুন এদের সাথে ,এমন নিখুঁত ভাবে এরা আপনার বিয়ের অনুষ্ঠান আয়োজন করে দেবে সকলে সারাজীবন মনে রাখবে,এদের ব্যবহার,দায়িত্বশীলতা আর খাবারের টেস্ট অতুলনীয় ,আজই ফোন বা whatsapp করুন ৮৯৮১০৫৫৫৮৬ নম্বরে I